দিল্লির বিধানসভা নির্বাচনে কংগ্রেস পার্টির মতই শোচনীয়ভাবে পরাজিত হয়েছেন ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জির মেয়ে শর্মিষ্ঠা মুখার্জি। দিল্লির গ্রেটার কৈলাস কেন্দ্রে শর্মিষ্ঠাকে পিছনে ফেলে বিজয়ী হয়েছেন আম আদমি পার্টির প্রার্থী এবং দিল্লির প্রাক্তন মন্ত্রী সৌরভ ভরদ্বাজ। দ্বিতীয় স্থানে রয়েছেন বিজেপি প্রার্থী রাকেশ গুল্লাইয়া আর তৃতীয় স্থানে রয়েছেন শর্মিষ্ঠা মুখার্জি। ২০১৩ সালে দিল্লি বিধানসভা ভোটে ১৩ হাজার ৯২ ভোটের ব্যবধানে জিতেছিলেন ভরদ্বাজ, মোট ৪৩ হাজার ৯৭ ভোট পেয়েছিলেন তিনি।
এবার তিনি পেয়েছেন ৫৭,৫৮৯ ভোট। অন্যদিকে প্রবীণ কংগ্রেস নেতা প্রণব মুখার্জির মেয়ে শর্মিষ্ঠা পেয়েছেন মাত্র ৬,১০২ ভোট। বিজেপির প্রার্থী রাকেশ কুমার গুলাইয়া পেয়েছেন ভরদ্বরাজের চেয়ে ১৪,৫৮৩ ভোট কম। ভরদ্বরাজ বলেছেন, ‘এই সময়ে শর্মিষ্ঠার রাজনীতিতে প্রবেশ ছিল ভুল সিদ্ধান্ত।’ উল্লেখ্য, দিল্লির বিধানসভা নির্বাচনে কংগ্রেস বলতে গেলে প্রায় নিশ্চিহ্ন হয়ে গেছে। দলটি ভোট পেয়েছে মাত্র ৯.৫ শতাংশ কিন্তু আসন পায়নি একটিও।