বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে সাংবাদিকদের প্রবেশ করতে দিচ্ছেনা পুলিশ। বৃহস্পতিবার বেলা পৌনে তিনটার দিকে কয়েকজন সাংবাদিক কার্যালয়ে প্রবেশ করতে চাইলে পুলিশ তাদের বাধা দেন।
বিএনপি চেয়ারপারসন ও ২০ দলীয় জোটনেত্রীর কার্যালয়ে সাংবাদিকরা কেনো প্রবেশ করতে পারবেন না জানতে চাইলে ওই এলাকায় দায়িত্বরত পুলিশের সহকারী কমিশনার মোক্তারুজ্জামান জানিয়েছে এটা উপরের নির্দেশ। এ বিষয়ে তিনি কিছুই জানেন না।