ব্রেকফাস্ট করতে গিয়ে হঠাত্ই মুখোমুখি হয়ে গেলেন ধোনি ও মিসবাহ৷ একটু দূরে দাঁড়ানো বিরাটকে দেখেই জড়িয়ে ধরলেন শাহিদ আফ্রিদি৷ দূরের টেবিলে মোহাম্মদ সামির সঙ্গে গল্পে মেতে ওয়াহাব রিয়াজ!
বৃহস্পতিবার থেকেই অ্যাডিলেডে এ সব ঘটে গেলে একদম অবাক হওয়ার নেই৷ দুপুরেই সিডনি থেকে উড়ছে মিসবাদের অ্যাডিলেডগামী ফ্লাইট আর ঘন্টা দেড়েকের মধ্যে পাকিস্তান ঢুকে পড়ছে ডনের শহরে৷ আর আইসিসি-র ব্যবস্থা অনুযায়ী দুটো টিমই অ্যাডিলেড ওভাল থেকে ঢিল ছোঁড়া দূরত্বের ইন্টার কন্টিনেন্টাল হোটেলে!
মাঠের একেবারে নাকের ডগায় হোটেল আর তিন তলায় ধোনিদের ডেরা হলে চার বা পাঁচ তলায় হয়তো মিসবাহদের! যাবতীয় শত্রুতা মাঠে, তার বাইরে শান্তিপূর্ণ সহাবস্থানের ব্যাপারে কোনও আপোস আইসিসি করেনি৷ দুই প্রতিবেশীর সম্প্রীতি দেখানোর জন্য এর চেয়ে ভালো বিজ্ঞাপন হয় নাকি?