চুয়াডাঙ্গা: দেশে লাগাতার নাশকতার প্রতিবাদ ও জাতির মুক্তির দাবিতে একাই কর্মসূচি পালন করছেন চুয়াডাঙ্গার এক যুবক।
চুয়াডাঙ্গা প্রেসক্লাব গেটের সামনে অবস্থান নিয়েছেন যুবকটি। পিছনে টানিয়েছেন একটি কালো ব্যানার।
ব্যানারে সাদা কালিতে বাম কোণায় লেখা রয়েছে- ‘কৃষক শ্রমিক জনতা/ গড়ে তুলো একতা।’ এরপর ডান কোণায় লেখা হয়েছে- ‘পরিবারতন্ত্র নিপাত যাক/ গণতন্ত্র মুক্তি পাক’- স্লোগান।
এরপর উল্লেখ করা হয়েছে- ‘সারাদেশে রাজনৈতিক সঙ্কটে খুন, গুম, গ্রেপ্তার, ক্রসফায়ার, পেট্রোলবোমায় দগ্ধ, ককটেল বোমার নারকীয় তাণ্ডবের প্রতিবাদে এবং জাতীয় সংলাপের দাবিতে- একক অবস্থান কর্মসূচি।’ এরপর নিচে ‘নাগরিক ঐক্য’ লেখা রয়েছে।
বৃহস্পতিবার বেলা ১১টা থেকে ৩টা পর্যন্ত যুবকটি চুয়াডাঙ্গা প্রেসক্লাব গেটের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন।
চুয়াডাঙ্গার জয়রামপুর গ্রামের যুবকটির নাম এস এম হানিফ। জানতে চাইলে তিনি বাংলামেইলকে বলেন, ‘দেশের মানুষ পুড়ছে, মরছে এবং দেশের অর্থনীতি বিকলাঙ্গ হওয়ার পথে। এ সময় দেশের স্বার্থে দুই নেত্রীকে জাতীয় সংলাপে বসতে হবে। সংলাপে বসে জাতিকে মুক্তি দিতে হবে এ পরিস্থিতি থেকে। এ আহ্বান জানাই দুই নেত্রীর প্রতিই।’