ইয়াঙ্গুন: মিয়ানমারের উত্তরাঞ্চলের চীন সীমান্তবর্তী এলাকায় বিদ্রোহীদের সঙ্গে সংঘর্ষে সেনাবাহিনীর প্রায় ৫০ জনের মত সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ৭৩ সদস্য।
চীনা সীমান্তবর্তী শান প্রদেশে চারদিন ধরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। ৯ ফেব্রুয়ারি শুরু হওয়া এ সংঘাতে কোকাং এলাকার চীনা বিদ্রোহীরা হামলা চালায় বলে গ্লোবাল নিউজ লাইট অব মিয়ানমার জানিয়েছে।
পত্রিকাটির ইংরেজি সংস্করণে বলা হয়েছে, সংঘাতে এ পর্যন্ত সরকারি বাহিনীর ৪৭ সদস্য নিহত ও ৭৩ জন আহত হয়েছেন। ধ্বংস করা হয়েছে পাঁচটি গাড়ি।
এ ঘটনাকে সান প্রদেশের কোকাং এলাকায় সংঘাতের পুনর্জাগরণ বলে মনে করা হচ্ছে। ছয় বছরের মধ্যে সেখানে এই প্রথম সংঘাতের ঘটনা ঘটল।
অবশ্য এ ঘটনায় সরকার বা বিদ্রোহী পক্ষের সরাসরি কোনো মন্তব্য পাওয়া যায়নি।
এই সংঘাতকে সরকারের সমন্বিত শান্তি চুক্তির প্রচেষ্টার ওপর অশুভ ছায়া বলে মনে করা হচ্ছে।
সূত্র: বিবিসি