সাতক্ষীরা: দেশে সন্ত্রাস করে সরকার পরিবর্তনের নীল নকশা রুখে দেয়ার কথা জানিয়েছেন পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (অ্যাডমিন অ্যান্ড অপারেশন) মো. মোখলেসুর রহমান বিপিএম (বার)।
পাকিস্তান, আফগানিস্তান ও নাইজেরিয়াসহ বিভিন্ন দেশের উদাহরণ দিয়ে তিনি বলেন, ওই সমস্ত দেশে সন্ত্রাস করে কেউ সরকার পরিবর্তন করতে পারেনি। বাংলাদেশেও সন্ত্রাস করে সরকার পরিবর্তনের নীল নকশা রুখে দেবে বাংলাদেশ পুলিশ।’
শুক্রবার দুপুরে সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কে ‘সাতক্ষীরা জেলা কমিউনিটি পুলিশিং ফোরাম’-এর সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক এসব কথা বলেন।
মো. মোখলেসুর রহমান আরো বলেন, ‘পুলিশ কোনো রাজনৈতিক দল নয়। দেশে পেট্রোলবোমা মেরে, সন্ত্রাস করে সরকার বদলানো যায় না। পুলিশ তা হতে দেবে না। যারা এদেশের শান্তি চায় না তাদের চিহ্নিত করে কঠোর ব্যবস্থা নেয়া হবে। যারা সন্ত্রাসী তাদের রাজনৈতিক ও সামাজিক পরিচয় যাই হোক না কেনো আইনের আওতায় আনা হবে।’
এ সময় সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে জনগণকে আরো সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।
সাতক্ষীরা পুলিশ সুপার চৌধুরী মঞ্জুরুল কবিরের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন খুলনা রেঞ্জের ডিআইজি এস.এম মনিরুজ্জামান, অ্যাডিশনাল ডিআইজি দিদার আহমেদ, খন্দকার রফিকুল ইসলাম, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সভাপতি মনসুর আহমেদ, সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম প্রমুখ।
সমাবেশে জেলার ৭৮টি ইউনিয়নের পুলিশিং ফোরামের কয়েক হাজার প্রতিনিধি, বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারি মানবতাবাদী অপরাধের মামলায় মাওলানা দেলাওয়ার হুসাইন সাঈদীর ফাঁসির রায় হওয়ার পর থেকে প্রায় এক বছর জামায়াত-শিবিরের নেতাকর্মীরা গোটা সাতক্ষীরা জেলা ব্যাপী নারকীয় তাণ্ডব চালায়। পরবর্তীতে সরকারের কঠোর হস্তক্ষেপে সাতক্ষীরা জেলা শান্ত হয়। বক্তারা আরো বলেন, সাতক্ষীরার মানুষ আর হরতাল অবরোধের নামে কোনো অরাজকতা পরিস্থিতি দেখতে চায় না।’