রাজশাহী: ট্রেন লাইনের ফিসপ্লেট খুলে ফেলায় চাঁপাইনবাবগঞ্জ থেকে ঈশ্বরদীগামী লোকাল ট্রেনের ইঞ্জিনসহ একটি বগি লাইনচ্যুত হয়েছে।
শুক্রবার গভীর রাতে জেলার গোদাগাড়ী উপজেলার ললিতনগর স্টেশনের ৫০০ মিটার দূরে এ দুর্ঘটনা ঘটে। প্রাথমিকভাবে এ দুর্ঘটনায় কেউ আহত হয়েছে কি না তার সংবাদ পাওয়া যায়নি।
গোদাগাড়ী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরহাদ হোসেন জানান, লোকাল ট্রেনটি চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহী দিয়ে ঈশ্বরদী যাচ্ছিল। পথে ললিতনগর স্টেশনের কাছে আসলে ট্রেনটি লাইনচ্যুত হয়। নাশকতাকারীরা রেললাইনের ফিসপ্লেট খুলে ফেললে এ দুর্ঘটনা ঘটে। ট্রেনটির গতি কম থাকায় ইঞ্জিনসহ একটি বগি লাইনচ্যুত হয়েছে।
ওই এলাকায় পুলিশ পাঠানো হয়েছে বলে ওসি ফরহাদ হোসেন জানান।
রাজশাহী রেলস্টেশনের সুপারিনটেনডেন্ট আব্দুল করিম জানান, ঘটনার পর আমনুরা স্টেশন উদ্ধারকারী একটি দল ঘটনাস্থলে রওনা দিয়েছে। এরপর থেকে ওই লাইনে ট্রেন চলাচল বন্ধ আছে।