পশ্চিমাদেশগুলোর সঙ্গে যোগ দিয়ে ইয়েমেনে নিজেদের দূতাবাস বন্ধের ঘোষণা দিল সৌদি আরব। দেশটিতে রাজনৈতিক অস্থিরাতার কারণে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানা গেছে।
সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় শুক্রবার সানায় দূতাবাস বন্ধ ঘোষণা করেছে।
সৌদির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এসপিএ-এর বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
খবরে বলা হয়, শুক্রবার থেকে অনির্দিষ্টকালের জন্য সানায় নিজেদের দূতাবাসের সব ধরনের কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে রিয়াদ।
রাষ্ট্রদূত ও দূতাবাসের সব কর্মকর্তাকে দেশে ফেরার নির্দেশও দিয়েছে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়।
একই দিন শুক্রবার অস্থায়ী কিন্তু অনির্দিষ্টকালের জন্য সানায় নিজেদের দূতাবাস বন্ধ ঘোষণা করেছে ইতালি ও জার্মানি।
চরমপন্থী শিয়া বিদ্রোহী গ্রুপ হুথি জোরপূর্বক সরকার ঘোষণা করায় ইয়েমেনে যে চরম রাজনৈতিক অস্থিরতা দেখা দিয়েছে, সেই পরিস্থিতিতে সানায় নিজেদের দূতাবাস বন্ধ ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও যুক্তরাজ্য।
উল্লেখ্য, সুন্নি বিদ্রোহী গ্রুপ আল কায়েদাও সক্রিয় রয়েছে ইয়েমেনে।