সিরাজগঞ্জে রোববার (১৫ ফেব্রুয়ারি) সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে জামায়াত ইসলামী। সিরাজগঞ্জ পৌর জামায়াতের আমির অধ্যাপক শহিদুল ইসলামকে কারাগারে পাঠানোর প্রতিবাদে এ হরতালের ডাক দিয়েছে তারা।
জেলা জামায়াতের সেক্রেটারি জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে, ১৩ ফেব্রুয়ারি শুক্রবার সন্ধ্যায় শহিদুল ইসলামকে সিরাজগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রুবিনা পারভীনের আদালতে হাজির করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুরে রায়গঞ্জ উপজেলার ফুলজোড় ডিগ্রি কলেজ থেকে বাড়ি ফেরার পথে সিরাজগঞ্জ-বগুড়া সড়কের চন্ডিদাশগাতী বাজার থেকে শহীদুল ইসলামকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্যরা।