স্বাগতিক অস্ট্রেলিয়ার দেয়া ৩৪৩ রানের লক্ষ্যে খেলতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে ইংল্যান্ড। এই রিপোর্ট লেখা পর্যন্ত ১৫ ওভারে ৪ উইকেট হারিয়ে ৬৭ রান সংগ্রহ করেছে তারা।
দলীয় ২৫ রানে মুঈন আলীর (১০) সাজঘরে ফিরে গেলে প্রথম উইকেট হারায় ইংল্যান্ড। স্টার্কের বলে বেইলির তালুবন্দী হন তিনি।
দলের স্কোর ৪৯ রানে শন মার্শের বলে বিদায় নেন গ্যারি ব্যালেন্স (১০)। দলের রানের খাতায় আর মাত্র ১৬ রান যোগ হতে সাজঘরে ফিরে যান উদ্বোধনী জুটির ইয়ান বেল (৩৬)। ১৪তম ওভারের পঞ্চম বলে জো রুটকে (৫) বিদায় করে দিয়ে হ্যাটট্রিক করার সুযোগ তৈরি করেন শন মার্শ। তবে সেটি সম্ভব হয়নি।
শনিবার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৩৪২ রান সংগ্রহ করেছে তারা।
দলের পক্ষে অ্যারন ফিঞ্চ সর্বোচ্চ ১৩৫ রান করেন। জর্জ বেইলি মাঠ থেকে বিদায় নেয়ার আগে করেন ৫৫ রান। শেষের দিকে গ্লেন ম্যাক্সওয়েল মাত্র ৪০ বলে ৬৬ রান করেন। তার সঙ্গে সমান তালে ব্যাট চালিয়ে ১৪ বলে ৩১ রান করে মাঠ থেকে বিদায় নিয়েছেন ব্রাড হ্যাডিন।
এবারের বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচেই হ্যাটট্রিক দেখল ক্রিকেট বিশ্ব। অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচটিতে হ্যাটট্রিক করেছেন ইংল্যান্ডের বোলার স্টিভেন ফিন।
গ্লেন ম্যাক্সওয়েল ও ব্রাড হ্যাডিনের শেষ দিকে দুর্দান্ত ব্যাটিংয়ে ৪৯.৩ ওভারে ৩৪২ রান সংগ্রহ করে স্বাগতিকরা। কিন্তু শেষ তিন বলে একটি রানও নিতে পারেনি অসি ব্যাটসম্যানরা।
শেষ ওভারের চতুর্থ বলে ফিনের বলে স্টুয়ার্ট ব্রোডের হাতে ক্যাচ তুলে দেন ১৪ বলে ৩১ রান করা ব্র্যাড হ্যাডিন।
পঞ্চম বলে ছক্কা হাঁকাতে গিয়ে জো রুটের তালুবন্দী হন ৪০ বলে ৬৬ রান করা ম্যাক্সওয়েল।
শেষ বলে ফের ছক্কা হাঁকাতে গিয়ে শূন্য হাতে মাঠ থেকে বিদায় নেন মাইকেল জনসন। এবার ক্যাচ ধরেন জেমস অ্যান্ডারসন। এতে হ্যাটট্রিক পূর্ণ হয় বোলার ফিনের। সব মিলিয়ে ৫ উইকেটে শিকার করেছেন তিনি। এছাড়া স্টুায়ার্ট ব্রোড দুটি ও ওয়াকেস একটি উইকেট শিকার করেন।