রায়পুর(লক্ষ্মীপুর): রায়পুর উপজেলার চর মোহনা ইউনিয়নে কিরন পাঠান (৩০) নামে যুবলীগ কর্মীকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত ৯টার দিকে উত্তর রায়পুর গ্রামে এ হত্যার ঘটনা ঘটে। নিহত কিরন চর মোহনা ইউনিয়ন যুবলীগের সক্রিয় কর্মী ও আওয়ামী লীগ নেতা মুনছুর পাঠানের ছেলে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পৌঁছেছে। এলাকাবাসী জানান, প্রতিদিনের মতো রাতে কিরন স্থানীয় চায়ের দোকানে বন্ধুদের সাথে আড্ডা দিয়ে বাড়ি ফিরছিল। পথে লাশার বাড়ির সামনে এলে ১০-১২ জনের মুখোশধারী সশস্ত্র দুর্বৃত্তরা কিরনকে নৃশংসভাবে হত্যা করে চলে যায়।
পরে স্থানীয় লোকজন কিরনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত কিরনের বাবা মুনছুর পাঠান বলেন, ঘটনার সময় তিনি বাড়িতে ছিলেন। স্থানীয়দের চিৎকার শুনে পরিবারের লোকজন বাড়ির বাইরে এসে দেখেন তার ছেলে কিরনের মৃতদেহ মাটিতে পড়ে আছে। পরে তাকে হাসপাতালে নিয়ে আসা হয়।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুপক কুমার সাহা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।