বিশ্বকাপে নিজেদের উদ্বোধনী ম্যাচে ভারতের বিপক্ষে জয়ের জন্য খেলতে নেমে ব্যাটিং দৈন্যে পড়েছে পাকিস্তান। এরই মধ্যে ৭ উইকেট হারিয়েছে তারা। দলীয় স্কোর ১৭০ রান।
সাজঘরে ফিরে গেছেন আহমেদ শেহজাদ (৪৭ রান), হারিস সোহেল (৩৬ রান), ইউনিস খান (৬রান), শোয়েব মাকুসদ (০ রান) ও উমর আকমল (০ রান)।
এর আগে অ্যাডিলেড ওভালে টস জিতে পাকিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন ভারতের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। খেলতে নেমে শুরুটা ভাল হয়নি ভারতের। দলীয় ৩৪ রানে প্রথম উইকেট হারিয়েছে ভারত। ৮ম ওভারের ৩য় বলে সাজঘরে ফিরেছেন রোহিত শর্মা (১৫)। সোহাইল খানের বলে পাক অধিনায়ক মিসবাহ-উল হকের হাতে ক্যাচ দিয়েছেন তিনি।
কোহলি-ধাওয়ানের ব্যাটে সামনের দিকে এগুচ্ছিল ভারত। ৩০তম ওভারের পঞ্চম বলে রান আউট হয়ে ফিরেছেন ধাওয়ান। তবে ধাওয়ান (৭৩ রান) ফিরে গেলেও রানের চাকা সচল রেখেছেন বিরাট কোহলি। আউট হওয়ার আগে সেঞ্চুরি করেছেন (১০৭ রান) তিনি। তাই ৩০০ রানের বড় স্কোর পেতে সমস্যা হয়নি ভারতের। আর সুরেশ রায়নার ব্যাট থেকে এসেছে ৭৪ রান। ৫৫ রান দিয়ে ৫টি উইকেট শিকার করেছেন সোহাইল খান।