রাজধানীর পুরান ঢাকার নয়াবাজার মোড়ে স্কাইলাইন পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সদরঘাট থেকে গাজীপুরগামী চলাচলরত এই বাসটিতে রবিবার বিকেল ৫টার দিকে আগুন দেওয়া হয়।
বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কুদ্দুস মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে দ্য রিপোর্টকে বলেন, ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভানোর চেষ্টা করছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
ফায়ার সার্ভিসের কর্তব্যরত কর্মকর্তা মো. জীবন মিয়া বলেন, ‘আমরা খবর পেয়ে দুটি ইউনিট পাঠিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।’