বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে তার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে সাক্ষাৎ করেছেন তুরস্কের রাষ্ট্রদূত হোসাইন মুফতুগু। রবিবার বিকাল পৌনে ৫ টায় তিনি গুলশান কার্যালয়ে প্রবেশ করেন। ১ ঘণ্টা অবস্থান করার পর পৌনে ৬ টায় তুরস্কের রাষ্ট্রদূত মুফতুগু গুলশান কার্যালয় থেকে বেরিয়ে যান।
বেরিয়ে যাওয়ার সময় তিনি তার সাক্ষাতের বিষয়ে কিছুই বলেন নি। এর আগে ১১ ফেব্রুয়ারি বিকালে বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট গিবসন খালেদা জিয়ার সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎ করেন।