সেনাবাহিনীর উচ্চ তিন পদে রদবদল হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে মঙ্গলবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
এছাড়া চট্টগ্রামের ২৪ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল সাব্বির আহমেদ লে. জেনারেল হিসেবে পদোন্নতি পেয়েছেন। তাকে ময়মনসিংহে আর্মি ট্রেনিং অ্যান্ড ডক্ট্রিনের জিওসি করা হয়েছে।
ময়মনসিংহের আর্মি ট্রেনিং ও ডক্ট্রিনের জিওসি লে. জেনারেল চৌধুরী হাসান সারওয়ার্দীকে মিরপুর সেনানিবাসের ন্যাশনাল ডিফেন্স কলেজের (এনডিসি) কমান্ড্যান্ট হিসেবে বদলি করা হয়েছে।
টাঙ্গাইলের ঘাটাইল সেনানিবাসের ১৯ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল শফিকুর রহমানকে ২৪ পদাতিক ডিভিশনে বদলি করা হয়।