ঢাকা: গুলশানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয় ঘেরাও কর্মসূচি পালনকালে অন্তত পাঁচটি হাতবোমার বিস্ফোরণ হয়েছে।
এতে এক শ্রমিকের পা উড়ে গেছে। আর বোমার আঘাতে অন্তত পাঁচজন আহত হয়েছেন। তাদের সবাইকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।
সোমবার বেলা ১১টা থেকে সাড়ে ১২টার মধ্যে এসব ঘটনা ঘটে।
মিছিলটি গুলশান-২ থেকে কিছুদূর এগোনোর পর তাতে হাতবোমা ছুঁড়ে মারা হয়। এতে একজন শ্রমিকের পা উড়ে যায়। আহত হন আরও পাঁচজন।
এ সময় ক্ষিপ্ত হয়ে কর্মসূচিতে অংশ নেয়া শ্রমিকরা বেশ কয়েকটি মোটরসাইকেল ও গাড়ি ভাঙচুর করে।
ঘটনাস্থলে থাকা গুলশান থানার এসআই মান্নাফ বলেন, ‘মন্ত্রীর মিছিলটি যখন গুলশান-২ নম্বর অতিক্রম করছিল, তখন একটা শব্দ শুনেছি। তবে সেটা ককটেল কি না জানি না।’
এদিকে, প্রায় একই সময়ে গুলশান-২ নম্বরে আরও একটি ককটেলের বিস্ফোরণ ঘটে। তবে এটি কারা ফাটিয়ে তা জানা যায়নি।
এছাড়া গুলশান পার্কে নৌ-মন্ত্রীর সমাবেশ চলাকালে নিকটবর্তী স্থানে আরও তিনটি ককটেলের বিস্ফোরণ হয়। এসব ঘটনায় সেখানকার মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।