টুইটারে চলছে ‘xxx’-এর অভিনেতা অভিনেত্রীর খোঁজ!

0

xxxএকতা কাপুরের ‘xxx’ ইতিমধ্যেই বলিউডে যথেষ্ট শোরগোল তুলেছে। এবার আরও চমক জাগিয়ে ছবির কাস্টিংয়ের খোঁজ শুরু হল ট্যুইটারে।

বালাজি প্রোডাকশনের ব্যানারে তৈরি হতে চলেছে এই ‘ইয়ুথ সেক্স ইরোটিকা’৷ ছবির নাম কোনও রাখঢাক না করেই রাখা হয়েছে ‘xxx’৷ ছবিতে থাকবে পাঁচটি গল্প৷ জীবনের নানা অনুভূতি নিয়ে নাড়াচাড়া করলেও সবকটি গল্পই বাঁধা থাকবে সেক্স থিমে৷ ছবিটি পরিচালনা করবেন কেন ঘোষ৷ ঘোষণার সঙ্গেই সঙ্গেই নড়েচড়ে বসেছিল বলিমহল৷

এমনকী ছবির বিষয়ের কথা মাথায় রেখে প্রযোজকের তালিকা থেকে নিজেক নাম সরিয়ে নিয়েছেন একতার মা শোভা কাপুর৷

ছবির কাস্টিংয়ের জন্যও অভিনব পন্থা নিল টিম ‘xxx’৷ ট্যুইটারের মতো মাধ্যমকে বেছে নেওয়া হয়েছে অভিনেতা অভিনেত্রী পছন্দের জন্য৷ প্রায় সবক্ষেত্রেই পরিচালক প্রযোজকই ঠিক করেন কে হবেন ছবির অভিনেতা৷ তবে হটকে বিষয়ের ছবির জন্য হটকে পদ্ধতি৷ ট্যুইটার অডিশনের মাধ্যমে দর্শকের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে চাইছেন পরিচালক-প্রযোজক৷

মাইক্রোব্লগিং সাইটে নতুন একটি অ্যাকাউন্টই খোলা হয়েছে ছবির নামে৷ আর সেখানে জানানো হয়েছে ‘অডিশন ওপেন’৷ টিমের তরফে এই অডিশনের নাম দেওয়া হয়েছে ‘চকোলেট ট্যুইটার অডিশন’৷যাঁরা এ ছবিতে কাজ করতে চান তাঁরা এই ট্যুইটার অ্যারাউন্টের মাধ্যমেই সরাসরি যোগাযোগ করতে পারবেন বালাজি প্রোডাকশনের সঙ্গে৷

আর তাই প্রোডাকশন হাউসের তরফে বলা হয়েছে চকোলেট-ক্যামেরা আর ট্যুইটারের এ এক দারুণ কম্বিনেশন৷ ক্যামেরা আর টুইটার তো বোঝা গেল, কিন্তু চকোলেট কেন? অ্যাকাউন্টের কভার পেজেও চকোলেট বারের ছবি৷ সেক্স ইরোটিকা আর চকোলেটের যোগটা কীভাবে?

পরিচালক প্রযোজক জানাচ্ছেন আপাতত একটা চকোলেট বার আর ট্যুইটার ভিডিও নিয়ে আগ্রহীদের ‘টিউনড’ থাকতে হবে৷ সবুরে এতদিন মেওয়া ফলত, কে বলতে পারে একতার হাতে কার কপালে সবুরে চকোলেট ফলবে!

Leave A Reply

Your email address will not be published.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More