ঢাকায় নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা স্টিফেন ব্লুম বার্নিকাটের বক্তব্যে হতবিহ্বল হয়ে পড়েছে বিএনপি।
আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে বার্নিকাট বলেছেন, ‘যুক্তরাষ্ট্র বাংলাদেশের কোনো রাজনৈতিক দল বা শক্তির পক্ষ নেয় না। যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও গভীর ও সম্প্রসারিত করতে আগ্রহী সরকারসহ সব বাংলাদেশির সঙ্গেই যুক্তরাষ্ট্র কাজ করতে আগ্রহী।
শুরু থেকেই বিদেশিদের মাধ্যমে সরকারের ওপর চাপ সৃষ্টি করে দাবি আদায়ের কৌশল গ্রহণ করেছিল বিএনপি। সারাদেশে হরতাল ও লাগাতার অবরোধ কর্মসূচির পাশাপাশি বিশ্বের প্রভাবশালী দেশ, দাতা ও মানবাধিকার সংস্থাগুলোর সমর্থন আদায় করতে জোর চেষ্টা চালানো হয় বিএনপির পক্ষ থেকে। কিন্তু সম্প্রতি ঢাকায় নিযুক্ত বিদেশি রাষ্ট্রদূতদের বক্তব্যে তারা আর আশা রাখতে পারছে না।
নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির এক কেন্দ্রীয় নেতা বলেন, ‘বিএনপির প্রধান ভরসার জায়গা ছিল যুক্তরাষ্ট্রসহ বিদেশি দাতাগোষ্ঠী ও সংস্থা। কিন্তু মনে হচ্ছে সেই ভরসার জায়গাটি নড়ে যাচ্ছে।’
এ বিষয়ে জানতে চাইলে বিএনপি স্থায়ী কমিটির সদস্য লে. জে. (অব.) মাহবুবুর রহমান ঢাকাটাইমস টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ‘বিএনপি একটি বৃহৎ ও জাতীয় দাবির লক্ষ্যে রাজপথে আন্দোলন করছে। আমরা মনে করছি এই দাবির প্রতি বিদেশি কূটনীতিকদেরও সমর্থন আছে।’
ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতের বক্তব্যের বিষয়ে জানতে চাইলে মাহবুবুর রহমান বলেন, ‘মার্কিন রাষ্ট্রদূত কোন কথার পরিপ্রেক্ষিতে এই বক্তব্য দিয়েছেন সেটি আমি জানি না। তবে আমি মনে করছি যুক্তরাষ্ট্র আগের অবস্থানেই আছে। এটি নিয়ে বিভ্রান্ত ছড়ানোর কোনো কারণ নেই।’