আফগানিস্তানকে হারাতে আত্মবিশ্বাসী বাংলাদেশ

0

1457_1বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে আফগানিস্তানকে হারানোর ব্যাপারে আত্মবিশ্বাসী মাশরাফি মতুর্জার বাংলাদেশ।
আগামীকাল বুধবার বাংলাদেশ সময় সকাল ৯.৩০-এ নিউজিল্যান্ডের ক্যানবেরায় শুরু হবে ম্যাচটি।

জয় দিয়ে বিশ্বকাপের একাদশতম আসর শুরু করতে চাইছে টাইগাররা। এজন্য অনুশীলনে কঠোর পরিশ্রমও করেছে শফিক-সাকিব-মাশরাফিরা।
অস্ট্রেলিয়া, নিউ জিল্যান্ড, ইংল্যান্ড ও শ্রীলঙ্কার সঙ্গে একই গ্রুপে রয়েছে বাংলাদেশ। আফগানিস্তানের কাছে হারলে তাদের কোয়ার্টার-ফাইনালে খেলার পথ অনেক বেশি কঠিন হয়ে যাবে। তাই স্বপ্ন টিকিয়ে রাখতে হলে এই ম্যাচে যে কোনো মূল্যে জিততে হবে বাংলাদেশকে।

আফগানিস্তানের বিপক্ষে ম্যাচের আগে নিজেদের ভালোভাবেই ঝালিয়ে নিয়েছে বাংলাদেশ।
শুধুমাত্র বিশ্বকাপের শুরুটা দুর্দান্তই করাই কি লক্ষ্য বাংলাদেশের! হয়তো না। এটি প্রতিশোধের ম্যাচও হতে পারে বাংলাদেশের কাছে। কারন আফগানিস্তানের সাথে এখনপর্যন্ত ১টি ওয়ানডে ম্যাচ খেলেছে টাইগাররা।
তাতে হারের ঢেকুঁরই তুলেছে তারা। ২০১৪ সালে এশিয়া কাপের ম্যাচে নিজ মাঠ ফতুল্লায় আফগানদের কাছে ৩২ রানে হারে মুশফিক-নাসিররা।
বাংলাদেশ দল :
মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, এনামুল হক বিজয়, সৌম্য সরকার, মোমিনুল হক, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদুল্লাহ রিয়াদ, নাসির হোসেন, সাব্বির রহমান, তাসকিন আহমেদ, আল-আমিন হোসেন, রুবেল হোসেন, আরাফাত সানি, তাইজুল ইসলাম।
আফগানিস্তান দল :
মোহাম্মদ নবী (অধিনায়ক), নওরোজ মঙ্গল, আসগর স্তানিকজাই, সামিউল্লাহ সেনওয়ারি, আফসার
জাজাই(উইকেটরক্ষক), নজিবুল্লাহ জারদান, নাসির জামাল, মিরবাইস আশরাফ, গুলবাদিন নবী, হামিদ হাসান, শাপুর জারদান, আফতাব আলম, জাবেদ আহমাদি, উসমান গনি।

খলা দেখুনঃ ক্লিক করুন

Leave A Reply

Your email address will not be published.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More