গাজীপুরে হরতাল অবরোধে আটক ১৪

0

gazipur২০ দলের টানা অবরোধ ও হরতালের তৃতীয় দিন গাজীপুরে মিছিল, পিকেটিং ও গ্রেফতারের মধ্য দিয়ে অতিবাহিত হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়,সকালে মহানগরের বাঙ্গালগাছ এলাকায় থানা জামায়াতের সেক্রেটারির নেতৃত্বে মিছিল করেছে জামায়াত-শিবির ও শ্রমিককল্যাণ ফেডারেশনের নেতাকর্মীরা। এছাড়া নগরীর আরো কয়েকটি স্থানে পিকেটিং করেছে ২০ দল। এদিকে গাজীপুরে নাশকতা সৃষ্টির পরিকল্পনার সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ অভিযান চালিয়ে ১৪ জন বিএনপি জামায়াত কর্মীকে আটক করেছে। আটককৃতদের নাম জানা যায়নি।
গাজীপুর পুলিশ সুপার কার্যালয়ের বিশেষ শাখা সূত্রে জানা গেছে, সোমবার থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় পুলিশ অভিযান চালিয়ে জয়দেবপুর থানা এলাকা থেকে ১০জন এবং কালিয়াকৈর থানা এলাকা থেকে চারজন বিএনপি জামায়াত কর্মীকে আটক করা হয়েছে।
এদিকে এক বিবৃতিতে ২০ দলের টানা অবরোধ ও হরতালের তৃতীয় দিন সফল করায় গাজীপুরবাসিকে ধন্যবাদ জানিয়ে আন্দোলন অব্যাহত রাখার আহবান জানিয়েছেন গাজীপুর মহানগর জামায়াতের আমীর অধ্যক্ষ এস এমসানাউল্লাহ, সেক্রেটারি খায়রুল হাসান, জেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমীর জে আলম ও ভারপ্রাপ্ত সেক্রেটারি সেফাউল হক। তারা বলেন, পতনের পূর্বমুহুর্তে অবৈধ সরকার হত্যায় মেতে ওঠেছে। খুনি সরকারের পতন ঘটিয়ে জনগণকে মুক্ত করা হবে।

Leave A Reply

Your email address will not be published.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More