বর্তমান সময়ের আলোচিত নায়িকা নাজনীন আক্তার হ্যাপী। সম্প্রতি তিনি তাঁর ফেসবুক আইডির নাম পাল্টিয়ে ‘হ্যাপী নাজনীন রুবেল’। রোববার মধ্যরাতে হঠাৎ করে এই নাম পরিবর্তন করের হ্যাপী।
উল্লেখ্য, নায়িকা হ্যাপী গত বছরের ডিসেম্বরে জাতীয় দলের ক্রিকেটার রুবেল হোসেনের বিরুদ্ধে শিশু ও নারী নির্যাতন আইনে ‘বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ’ এর মামলা করেন। মামলার পর হ্যাপী তাঁর আগের আইডি বন্ধ করে দেন। কারণ, হিসেবে তখন ‘হ্যাক’ হবার কথা বলেছিলেন।