অবৈধ সরকারের অগণতান্ত্রিক আচরণের প্রতিবাদ ও সুষ্ঠু নির্বাচনের দাবিতে ২০ দল আহুত টানা হরতালের ৪র্থ দিন ও প্রহসনের ট্রাইবুনালে মাওলানা আবদুস সুবহানের বিরুদ্ধে সাজানো রায়ের প্রতিবাদে রাজধানীসহ সারা দেশে মিছিল, অবরোধ ও সমাবেশ করেছে ছাত্রশিবিরের বিভিন্ন শাখা। এসব শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ বিনা উস্কানীতে হামলা চালিয়ে ৩৮জন নেতাকর্মীকে আহত ও ৮৪জনকে গ্রেপ্তার করেছে। ছাত্রশিবিরের সহকারী প্রচার সম্পাদক মো. জামাল উদ্দিন সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়, দেশের বিভিন্ন স্থানে হরতাল ও বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিয়ে শিবির নেতৃবৃন্দ বলেন, অবৈধ সরকার প্রতিহিংসা বাস্তবায়নের জন্য আইন আদালতে দলীয় প্রতিষ্ঠানে পরিণত করেছে। আদালতও ন্যায় বিচারের কপালে কলঙ্ক লেপন করে সরকারের রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করছে। সরকার গণআন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত ও দেশকে নেতৃত্ব শুন্য করতে ট্রাইবুনালকে ব্যবহার করছে। তারই অংশ হিসেবে ষড়যন্ত্রমূলক সাজানো মামলায় মাওলানা আবদুস সুবহানের বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসামূলক রায় দিয়েছে। কিন্তু এই নিকৃষ্ট ষড়যন্ত্র করে অবৈধ সরকারের শেষ রক্ষা হবে না। ভোটারবিহীন একদলীয় নির্বাচন করার কারণে সরকার যেমন দেশ বিদেশে বৈধতা পায়নি তেমনি স্কাইপি ক্যালেঙ্কারী, পক্ষপাতমূলক আচরণ, রাজনৈতিক নেতাদের মতো বক্তব্যসহ বিভিন্ন কারণে ট্রাইবুনালও দেশ বিদেশে প্রশ্নবিদ্ধ হয়েছে। সুতরাং যার নূন্যতম বিবেক আছে সে এই সাজানো রায় মেনে নিতে পারে না। আমরা বলব, আদালতকে ব্যবহারের মাধ্যমে অবিচার করে বৈতরণী পার হওয়া যাবে না। জনগণ অবৈধ সরকারের মত সাজানো রায়কেও প্রত্যাখ্যান করেছে। ঢাকা মহানগরী পশ্চিম টানা হরতালের ৪র্থ দিনে রাজধানীতে মিছিল অবরোধ করে ছাত্রশিবির ঢাকা মহানগরী পশ্চিম শাখা। সকাল ১১টায় শাখা সেক্রেটারী তামিম হোসেনের নেতৃত্ব ধানমন্ডি ১৫ এলাকায় মিছিল অবরোধ করে নেতাকর্মীর। গাজিপুর মহানগরী হরতালের ৪র্থ দিনে গাজীপুর মহানগর শিবিরের মানব উন্নয়ন সম্পাদক ফজলুল হক নোমান এর নেতৃত্বে সকালে ঢাকা -ময়মনসিংহ সড়ক অবরোধ করে মিছিল করেছে ছাত্রশিবির গাজীপুর মহানগরী। নারায়ণগঞ্জ মহানগরী মাওলানা আবদুস সুবহান এর ফাসির রায়ের প্রতিবাদে শহরের মর্গ্যাণ স্কুল এলাকায় বিােভ মিছিল বের করে ছাত্রশিবির নারায়ণগঞ্জ মহানগরী। মিছিলে নেতৃত্ব দেয় শিবির নারায়ণগঞ্জ মহানগর সভাপতি যুবায়ের হোসেন। রাজশাহী মহানগরী অন্যায় রায়ের প্রতিবাদে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল ও রাজপথ অবরোধ ছাত্রশিবির রাজশাহী মহানগরী শাখা। নগরীর দাশপুকুর এলাকায় বিপুল সংখ্যক নেতাকর্মী রাজপথ অবরোধ করে রাখে। রংপুর মহানগরী ৭২ ঘন্টা হরতালের ৩য় দিনে হরতাল ও অবরোধের সমর্থনে নগরীর দর্শনা এলাকায় (রংপুর-ঢাকা) মহাসড়ক অবরোধ করে ছাত্রশিবির রংপুর মহানগরী শাখা। এতে নেতৃত্ব দেন শাখা সভাপতি আল আমিন। খুলনা মহানগরী মাওলানা আবদুস সুবহানের বিরুদ্ধে অবৈধ ফাঁসির রায়ের প্রতিবাদে বিােভ মিছিল করেছে খুলনা মহানগরী ছাত্রশিবির। বিকাল ৩টায় মহানগরী শিবির নেতা তাসকীন আহমেদের নেতৃত্বে দৌলতপুরে মিছিল অবরোধ করে নেতার্মীরা। ফরিদপুর শহর জামায়াতে ইসলামীর নায়েবে আমীর আবদুস সুবহানের ফাঁসির রায়ের প্রতিবাদে ফরিদপুর শহরে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রশিবির ফরিদপুর শহর শাখা। বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দেন শহর শাখার সভাপতি এহসানুল মাহবুব রুবেল। দিনাজপুর শহর ছাত্রশিবির আহুত রংপুর বিভাগে ডাকা ৪৮ ঘন্টার হরতালের ১ম দিনে হরতাল পালন করেছে ছাত্রশিবির দিনাজপুর শহর শাখা। শহরের স্টেশন রোডে একটি মিছিল ষষ্ঠিতলায় রাজপথ অবরোধ করে। সিরাজগঞ্জ শহর মাওলানা আব্দুস সুবহানের বিরুদ্ধে ফাঁসির রায়ের প্রতিবাদে সিরাজগঞ্জে বিক্ষোভ মিছিল
ও প্রতিবাদ সমাবেশ করেছে ছাত্রশিবির সিরাজগঞ্জ শহর শাখা। দুপুর পোনে ২টার দিকে শহর শিবিরের সভাপতি রাশেদুল ইসলাম এর নেতৃত্বে মিছিলটি শহরের ইবি রোডের মাল্টিলেটার স্কুলের সামনে থেকে বের হয়ে ধানবান্দি নিমতলা রাজপথ অবরোধ করে। ভোলা জেলা হরতালের চতুর্থ দিনে ভোলা বিশ্বরোডে জেলা সেক্রেটারী মোঃ শাকিল আহম্মদের নেতৃত্বে মিছিল ও রাজপথ অবরোধ করে ছাত্রশিবির ভোলা জেলা শাখা। নরসিংদী জেলা মাওলানা আব্দুস সোবহান সাহেবের অন্যায় রায়ের প্রতিবাদে ছাত্রশিবির নরসিংদী জেলা শাখার উদ্যোগেবিােভ মিছিল অনুষ্ঠিত হয়। জেলা শিবির সভাপতি মু.আসাদুজ্জামান এর নেতৃত্বে মাদবদীতে বিােভ মিছিল করে নেতাকর্মীরা। দিনাজপুর জেলা উত্তর শহীদ মোঃ মতিয়ার রহমানের খুনিদের গ্রেফতারের দাবিতে হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল করে দিনাজপুর জেলা উত্তর ছাত্রশিবির। বীরগঞ্জ বাজারে (ঢাকা-পঞ্চগড়) মহাসড়কে মিছিল শেষে বক্তব্য রাখেন জেলা সভপতি মোঃ ময়নুল ইসলাম।
Prev Post