সংলাপে সমর্থন জানিয়ে ইউরোপীয় পার্লামেন্টের বিবৃতি : বাংলাদেশ-ইইউ সম্পর্কে ‘মানবাধিকার-গণতন্ত্র’ অত্যাবশ্যকীয়
ঢাকা : সমস্যা সমাধানে সরকার ও বিরোধীদলকে অবিলম্বে আন্তর্জাতিক মহল ও সুশীল সমাজের পরামর্শ গ্রহণের তাগিদ দিয়েছে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দল। বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মধ্যে সম্পর্কের ক্ষেত্রে মানবাধিকার ও গণতন্ত্র অত্যাবশ্যকীয় উপদান বলে মনে করে ইউরোপীয় পার্লামেন্ট (ইপি)। ঢাকা সফররত ইপির মানবাধিকার বিষয়ক উপ-কমিটির প্রতিনিধিদল বৃহস্পতিবার এক বিবৃতিতে সংস্থাটির এ অবস্থানের কথা জানিয়েছে।