ঢাকা : ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আসিফ নজরুল বলেছেন, বর্তমান আ’লীগ সরকারের মতো এমন ফ্যাসিস্ট সরকার নব্বইয়ের পর আর দেখিনি। এরশাদ ও খালেদার সময়ও বিরোধীদল তাদের কর্মসূচি পালন করতে পারত। কিন্তু এখন পারছে না। ৫ জানুয়ারি নির্বাচনেকে ‘প্রহসনমূলক’ ও ‘প্রবঞ্চনা’ মন্তব্য করে অধ্যাপক ড. আসিফ নজরুল বলেন, অতীতে এমন নির্বাচন করে কেউ ৫ বছর ক্ষমতায় থাকতে পারেনি, এই সরকারও পারবে না। বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে নাগরিক ছাত্র ঐক্য আয়োজিত ‘চলমান রাজনৈতিক সংকট : আমাদের ভবিষ্যৎ’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে তিনি এ মন্তব্য করেন। আসিফ নজরুল বলেন, ‘৫ জানুয়ারি নির্বাচনের মতো ১৯৮৬, ১৯৯৬ সালেও এ ধরনের প্রহসনমূলক নির্বাচন হয়েছিলো। কিন্তু ৫ জানুয়ারির মতো এতো বড় প্রবঞ্চনা বাংলার মানুষ কখনও দেখেনি।’ তিনি বলেন, ‘এই সরকার সংবিধান রক্ষার কথা বলে নির্বাচন করে এখন গায়ের জোরে বলছে আমরা পাচঁ বছর ক্ষমতায় থাকব, অতীতে এমন নির্বাচন করে কেউ ৫ বছর ক্ষমতায় থাকতে পারেনি এই সরকারও পারবে না।’ এই সরকার শুধু বিএনপির আন্দোলনই দমন করছে না, বরং সকল দলের রাজনৈতিক কর্মসূচি পালন করতে না দিয়ে গণতান্ত্রিক পথকেই রুদ্ধ করে দিয়েছে বলেও মন্তব্য করেন তিনি। আসিফ নজরুল বলেন, ‘বড় দুই দলের ক্ষমতা যাওয়ার লড়ায়ে সবসময় সাধারণ মানুষ বলি হয়েছে, এখনও হচ্ছে। পক্ষান্তরে পুলিশ অন্যায় ভাবে যাকে খুশি তাকে গ্রেপ্তার করে গুলি করে মারছে। আমরা সকল হত্যাকাণ্ডেরই তীব্র নিন্দা জানাই।’ তিনি আরো বলেন, ‘আমরা দেখেছি বার্ন ইউনিটে মমতাময়ী মায়ের কান্না। আমার প্রশ্ন- পুলিশ যখন সাধারণ মানুষকে ধরে নিয়ে গিয়ে নির্বিচারে হত্যা করছে তখন সেই মমতাময়ীর কান্না কোথায় থাকে?’ তিনি প্রস্তাব দেন যে চলমান সংকট নিরসনে এমন একটি রাজনৈতিক দল সৃষ্টি করতে হবে, যা কোনো ব্যক্তিস্বার্থে কাজ না করে জনগণ ও দেশের সার্থে কাজ করবে। গণতান্ত্রিক উপায়েই তৃতীয় রাজনৈতিক শক্তির উদ্ভব হবে বলেও আশা প্রকাশ করেন আসিফ নজরুল। বৈঠকে আরো বক্তব্য রাখেন- নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, জাতীয় সমাজতান্ত্রিক দলের সাধারণ সমাপাদক আবদুল মালেক রতন, আয়োজক সংগঠনের আহ্বায়ক নাজমুল হাসান, ছাত্রনেতা আহমেদ রুপু, রিয়াজুল ইসলাম রিয়াজ প্রমুখ।