নিজেকে সুন্দরভাবে উপস্থাপন করতে কে না চায়। আর তাই সৌন্দর্য্য রক্ষা এবং বৃদ্ধিতে সব তারকাই মেকআপ আর্টিস্টের দ্বারস্থ হন। তারকাদের আকর্ষনীয় করে তোলার দ্বায়িত্ব পালন করেন তাদের নিজস্ব মেকআপ আর্টিস্ট। এবার নিজের বক্ষ সৌন্দর্য্য বৃদ্ধির জন্য মেকআপ আর্টিস্ট নিয়োগ দিয়েছেন হলিউড তারকা মডেল কিম কার্দাশিয়ান।
৩৪ বছর বয়সী এ মডেল ও অভিনেত্রীর বক্ষ এবং ক্লিভেজ আকর্ষনীয় করে তোলার দ্বায়িত্ব পালন করছেন নবনিযুক্ত মেকআপ আর্টিস্ট। স্বামী কেনি ওয়েস্টের উৎসাহতেই এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে।
আবেদনময়ী কিম চাইছেন, সবার চোখ যেন আটকে যায় তার দিকে। আর তাই আজকাল মেকআপ আর্টিস্টের কথা মত এমন সব পোশাক পরছেন, যাতে চেহারা নয় দর্শকের মনোযোগ থাকে শরীরের বিশেষ অংশে।
টুইটারে কিম আরও জানান, স্বামী এবং কাছের বন্ধুরা তার নতুন মেকআপ আর্টিস্টের কাজে সন্তুষ্ট। সাম্প্রতিক কয়েকটি অনুষ্ঠানে উপস্থিত সকলের দৃষ্টির ঠিকানা দেখেই কিম বুঝতে পারছেন, সফল তার মেকআপ আর্টিস্ট।
সূত্র: ডেইলি মেইল