আগামী ২২ ফেব্রুয়ারি রোববার সকাল ৬টা থেকে ২৫ ফেব্রুয়ারি বুধবার সকাল ৬টা পর্যন্ত দেশব্যাপী হরতালের ডাক দিয়েছে বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোট। একইসঙ্গে আগামী ২৩ ফেব্রুয়ারি সোমবার সারাদেশের সব জেলা, উপজেলা, পৌরসভা ও থানা পর্যায়ে এবং দেশের সব মহানগরের থানায় থানায় বিক্ষোভ মিছিলেরও ঘোষণা দিয়েছে জোটটি।
দেশব্যাপী নেতাকর্মীদের বিচারবহির্ভূতভাবে হত্যা, গুম, অপহরণ, পঙ্গু, আহত ও গ্রেফতারের অভিযোগ তুলে তার প্রতিবাদে এবং অবিলম্বে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দেওয়ার দাবিতে শুক্রবার ২০ ফেব্রুয়ারি এক বিবৃতিতে বিএনপির যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমেদ এ ঘোষণা দেন।
গত দুই সপ্তাহের শুরুতে একইভাবে রবি থেকে বুধবার ৭২ ঘণ্টার হরতাল ডেকে বিবৃতি পাঠানো হয়, যা পরে বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত বাড়ানো হয়।
নির্দলীয় সরকারের অধীনে মধ্যবর্তী নির্বাচনের দাবিতে আন্দোলনরত বিএনপি নেতৃত্বাধীন ২০ দলের পক্ষ থেকে অবরোধের মধ্যেই হরতালের ডাক দিয়ে এই বিবৃতি আসছে। ফলে শুক্র ও শনিবার ছাড়া সপ্তাহের অন্য দিনগুলোতে এসএসসি পরীক্ষা নেওয়া সম্ভব হচ্ছে না।