রাজশাহীতে অবরোধ হরতালে নাশকতা চালাতে নতুন কৌশল নিয়েছে শিবির। জেলার বাইরে থেকে শিবির ক্যাডার এনে চোরাগুপ্তা হামলা চালাচ্ছে তারা। নাশকতা চালাতে শহরের বিভিন্ন পয়েন্ট স্থানীয় শিবির নেতা-কর্মীদের সাথে এক যোগে কাজ করছে শিবির ক্যাডরা।
রাজশাহীর গ্রেটার রোডে দিনের বেলায় বিজিবির সামনেই ট্রাক বহরে হামলা চালায় শিবির। কয়েক মিনিটের এই হামলার পর নির্বিঘ্নে পালিয়ে যায় শিবির কর্মীরা। ঘটনার তিন সপ্তাহেও চিহ্নিত হয়নি হামলাকারী।
কেবল এই ঘটনা নয়, বেশিরভাগ ক্ষেত্রেই একইভাবে ধরা ছোঁয়ার বাইরে থেকে যায় নাশকতাকারীরা। পুলিশ বলছে, হামলার পর সাধারণ মানুষের দলে মিশে যায় শিবির কর্মীরা। তাদের চিহ্নিত করতে বাড়ানো হয়েছে গোয়েন্দা তৎপরতা।
হরতাল-অবরোধ শুরুর পর এখন রাজশাহীতে আটক হয়েছে চারশরও বেশি। এদের মধ্যে বেশিরভাগই নাশকতায় সরাসরি জড়িত বলে দাবি পুলিশের।
পুলিশের নজরদারি আর অভিযানের কারণে এবার রাজশাহীতে শিবির ২০১৩ সালের মতো ভীতি ছড়াতে পারেনি বলেও দাবি করেছে পুলিশ।