ঢাকা: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার পঙ্কজ শরণের বাসায় নিয়মন্ত্রণে গেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ এবং ড. মঈন খান।
ঢাকা সফররত পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্মানে আয়োজিত নৈশভোজে তারাও দাওয়াত পেয়েছেন। পঙ্কজ শরণের গুলশানের বাসায় আয়োজিত এ নৈশভোজে অন্যদের মধ্যে আওয়ামী লীগের নেতারাও আছেন।
দুই প্রধান দলের দুই মেরুতে অনড় অবস্থানে যখন রাজনৈতিক পরিস্থিতি অত্যন্ত উত্তপ্ত তখন শুক্রবার রাতে বিরোধী রাজনীতিকদের এক মিলনমেলা অনুষ্ঠিত হলো। তবে সেখানে আওয়ামী লীগ ও বিএনপির নেতাদের কথা হয়েছে কি না তা জানা যায়নি।