অবশেষে শেষ হচ্ছে অভিনেত্রী পরীমনির প্রতীক্ষার পালা। সব আলোচনা-সমালোচনা ভেঙে ২৭ ফেব্রুয়ারি সারা দেশের শতাধিক সিনেমা হলে মুক্তি পেতে যাচ্ছে নবাগত এই অভিনেত্রীর প্রথম সিনেমা ‘ভালোবাসা সীমাহীন’। এপর্যন্ত ২০ টিরও বেশি চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হলেও এ পর্যন্ত তার অভিনীত একটি ছবিও আলোর মুখ দেখেনি।
১৩ জানুয়ারি ছাড়পত্র পায় ভালোবাসা সীমাহীন ছবিটি। ছবিতে পরীমনিকে দেখা যাবে জায়েদ খান, আনিসুর রহমান মিলনের বিপরীতে। আরো আছেন কাজী হায়াৎ, সাদেক বাচ্চুসহ অনেকে। সিনেমাটির সঙ্গীত পরিচালনা করেছেন আলী আকরাম শুভ। সম্প্রতি অনলাইনে প্রকাশ পেয়েছে নোমান কথাচিত্র প্রযোজিত শাহ আলম মন্ডল পরিচালিত ছবিটির ট্রেইলার।