শুরুতে কিছুটা হিসেবি খেলে হয়তো শক্তিটা সঞ্চয় করে রেখেছিলন ক্রিস গেইল। ১০৫ বল খেলে সেঞ্চুরি করেছেন। ভক্তদের বিশ্বাস ছিল- এটা আসল গেইল নয়! সত্যিই তাই, সেঞ্চুরির পরেই আসল গেইলের দেখা মিলল!
দিনটা নিজের করে নিয়ে বিশ্বকাপের প্রথম ডবল সেঞ্চুরি করলেন গেইল। বিশ্বকাপের ইতিহাসে এটা প্রথম রেকর্ডতো বটেই, তার ব্যক্তিগত খাতায়ও ডবল সেঞ্চুরি যোগ হলো।
জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচে ১৩৮ বলে ২০১ রান করেন তিনি। ম্যাচটি সাজিয়েছেন ১৬টি ছয় এবং ৯টা চারের সাহায্যে। শেষ শতক করতে মাত্র ৩৩ বল খেলেছেন তিনি।