সাবেক প্রেমিকা হ্যাপির করা মামলায় এমনিতেই অনেক ধকল গেছে জাতীয় দলের ক্রিকেটার রুবেল হোসেন এর উপর। সংশয় জেগেছিল বিশ্বকাপে খেলা নিয়েই। তবে অনেক ঝক্কি-ঝামেলার শেষ-মেষ ঠিক ই বিশ্বকাপ খেলতে গেছেন অস্ট্রেলিয়ায়। খেলেছেন আফগানিস্তান ও শ্রীলঙ্কার বিপক্ষে দুইটি ম্যাচেই।
তবে, বাংলাদেশ ছেড়ে অস্ট্রেলিয়াতেও পৌছালেও হ্যাপির ভূত যেন কিছুতেই পিছু ছাড়ছে না তার। খেলার দিন কেউ না কেউ গ্যালারিতে তাকে আর হ্যাপিকে নিয়ে মজার মজার প্লাকার্ড বানিয়ে নিয়ে যাচ্ছেন। আজ যেমন শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের দিন বিখ্যাত মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড এর গ্যালারিতে এক তরূণী তাকে দিয়ে বসেছেন বিয়ের প্রস্তাব!
প্লাকার্ডে তিনি লিখেছেন, “আমাকে বিয়ে করো রুবেল, আমি তোমাকে অনেক সুখে(হ্যাপি) রাখবো!”