নবাগত নায়িকা রোদেলা তিথী। চলচ্চিত্রাঙ্গনে পা রেখেই পরকীয়া শুরু করে দিয়েছেন। খবরটা অন্যরকম মনে হলেও ঘটনা কিন্তু সত্য। সাইফ খান ও জেফের সঙ্গে পরকীয়ায় মেতেছেন তিনি। তবে সেটা চলচ্চিত্রের প্রয়োজনেই।
মানে নবাগত ওই নায়িকার নতুন ছবির নাম ‘পরকীয়া প্রেম’। পরকীয়া নিয়ে গড়ে উঠেছে সিনেমার কাহিনী। জসিমদ্দিন জাকিরের পরিচালনায় সম্প্রতি ছবিটির শুটিং শেষ হয়েছে। যেকোন সময় সেন্সর বোর্ডে জমা পরবে ছবিটি।
এ’ ওয়ান ফিল্মসের ব্যানারে ছবিটি প্রযোজনা করছেন আশিকুর রহমান আশিক ও আলমগীর হোসেন।
ছবিতে সাইফ খান, জেফ ও তিথী ছাড়াও অভিনয় করেছেন মিথিলা, কাবিলা, ববি, জ্যাকি, বাদল, রেবেকা, সিরাজ ও হায়দার প্রমুখ।