ঢাকায় পাকিস্তানের বিরুদ্ধে বিক্ষোভের প্রেক্ষাপটে আগামী বছর বাংলাদেশে অনুষ্ঠেয় টি২০ বিশ্বকাপ ও এশিয়া কাপ আয়োজন নিয়ে সংশয়ের সৃষ্টি হয়েছে। পাকিস্তানের দ্য নিউজ ইন্টারন্যাশনাল আজ বৃহস্পতিবার এ খবর প্রকাশ করেছে।
এর আগে চট্টগ্রামে একটি বোমা বিস্ফোরণের পর ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল তাদের সফরের মাঝপথেই দেশে ফিরে যায়।
জামায়াতে ইসলামী নেতা আবদুল কাদের মোল্লার ফাঁসি নিয়ে পাকিস্তানের জাতীয় পরিষদে একটি প্রস্তাব পাশ নিয়ে বাংলাদেশে চলমান রাজনৈতিক ঘটনাবলীর কারণে টি-২০ বিশ্বকাপ ও এশিয়া কাপে পাকিস্তানের অংশগ্রহণ নিয়ে বড় ধরনের প্রশ্নের সৃষ্টি হয়েছে বলে পত্রিকাটি জানিয়েছে।
এখন আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)) ও এশিয়া ক্রিকেট কাউন্সিলকেই (এসিসি) পুরো বিষয়টি নিয়ে ভাবতে হবে। তারাই নির্ধারণ করবে এ ধরনের পরিস্থিতিতে বাংলাদেশে টুর্নামেন্ট দুটি আয়োজন করা হবে কি না।
পাকিস্তান ক্রিকেট বোর্ড চেয়ারম্যান নজম শেঠি বিরাজমান পরিস্থিতিতে বাংলাদেশে পাকিস্তানের সফর নিয়ে দুবাইতে আইসিসির কাছে আপত্তি উত্থাপন করেছেন বলে পত্রিকাটি জানিয়েছে।
আর ডি / এইচ এন