চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদের কয়লাবাড়ী ট্রাক টার্মিনালে মঙ্গলবার গভীররাতে ৯ ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমএম ময়নুল ইসলাম জানান, রাত প্রায় পৌনে ১২টার দিকে কয়লাবাড়ী ট্রাক টার্মিনালে ৯টি দাঁড়িয়ে থাকা ট্রাকে দুর্বৃত্তরা আগুন দিয়ে পালিয়ে যায়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল রাত সাড়ে ১২টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
সহকারি পুলিশ সুপার (সার্কেল) মতিউর রহমান সিদ্দিকী ও শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার নির্বাহী অফিসার সৈয়দ ইরতিজা আহম্মেদ জানান, দুর্বৃত্তদের ধরতে কয়লাবাড়ি এলাকায় পুলিশ ও বিজিবি অভিযান চালাচ্ছে।