রাজধানীর নর্দ্দায় ট্রাফিক পুলিশ পোস্টের সামনে পর পর আটটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার সকাল সোয়া ৯টার দিকে এ ঘটনা ঘটে।
ককটেল বিস্ফোরণের ঘটনায় পুলিশ পোস্ট ও একটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে।
পুলিশ পোস্টের ইনচার্জ সার্জেন্ট আইনুল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আজ সকাল ৯টার দিকে কোনো কিছু বুঝে উঠার আগেই ৫/৬ জন ব্যক্তি পুলিশ পোস্ট লক্ষ্য করে আটটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। এতে ট্রাফিক পুলিশ পোস্টের গ্লাস ভেঙে গেছে ও পাশের একটি চায়ের দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে।