চট্টগ্রাম নগরীতে ব্যবসায়ীক বিরোধের জের ধরে নূর উদ্দিন (৪০) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত ১০ টার দিকে নগরীর হালিশহর এলাকার সবুজবাগ এলাকায় গুলিবিদ্ধ হয়ে তিনি নিহত হন। পুলিশ জানায়, ব্যবসায়ীক বিরোধের জের ধরে রাতে প্রতিপক্ষের কয়েকজন যুবক সবুজবাগ এলাকায় তাকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। গুলিবিদ্ধ অবস্থায় তাদে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিসক তাকে মৃত ঘোষণা করেন।