পিপিওই (PPoE) বা ডায়ালআপ কানেকশন ত্রুটিপূর্ণ ও এই কানেকশন ব্যবহারে ওয়েব সাইট ডিজাইন করলে সহজেই হ্যাক হয়

0

connect-to-the-internetপিপিওই (PPoE) বা ডায়ালআপ কানেকশন ত্রুটিপূর্ণ ও এই কানেকশন থেকে ওয়েব সাইট ডিজাইন করলে সহজেই হ্যাক হয়। কথাটি আজব মনে হলেও সত্য, কারণ পি পি ও ই কানেকশন সিস্টেম দিয়ে যারা ব্রডব্যান্ড ব্যাবসা চালায় তারা সিকিউরিটির ক্ষেত্রে কম্প্রমাইস করে কারণ। ভালো সিকিউরিটি থাকলে পি পি ও ই সিস্টেমের কানেকশন থিক মতো পায়না এবং স্পিড চুরি করা যায়না। তাই বাংলাদেশের বড় এক অংশ এই ব্যাবসা করে চুরি করে বেশি লাভের আসায়। কিন্তু যারা আউটসরসিং করে ও ওয়েব ডেভলপ করে তারা স্বাভাবিক ভাবে কাজে ক্ষতিগ্রস্থ হয়। কারণ যে কন সময় পিপিওই সিস্টেম ব্লক বা কানেক্ট আউট হয়ে যায়। স্কাইপ কল সহ সকল কলিং সফটওয়্যার ঝামেলা পূর্ণ কাজ করে পিপিওই সিস্টেমের লাইনে। ঢাকায় অনেকেই পিপিওই সিস্টেমের লাইন দেয় যার লাইন রেন্ট খুবি কম যেমন ১.৫ মেগাবাইটের লাইন মাত্র ৫০০ টাকা। কিন্তু মূলত এই লাইনের স্পিড থাকে ৭০০ কেবিপিএস বা তার একটু বেশী। সাধারণ ইউজাররা তা ধরতে পারবেন না। কারণ সকল স্পিড চেক ওয়েব গুলো ১.৫ মেগা স্পিড দেখায়, কারণ এটা ওইভাবে সিস্টেম করা।
ভালো লাইন প্রয়জন হলে স্টাটেস্টিক আইপি ব্যাবহার করেন। এর লাইন রেন্ট বেশি হলেও ব্যাবহারে ১০০ ভাগ স্পিড পাবেন। এ সিস্টেমে চুরি করা যায় না। পিপিওই সিস্টেমে স্পিড পাওয়া যায় ৩ এম বি তে ১ এম বি কারণ এটি স্পাই সিস্টেম। অনেক ত্রুটি পূর্ণ প্রোগ্রামের মাদ্ধমে এই সিস্টেম। এ সিস্টেম ইউজ করে বাহিরের লেবার ফার্ম গুলো কারণ সকল কিছু নজরদারি করা যায়। সূত্র ইন্টারনেট

pppoe (7) vista-pppoe-broadband WP HTML

Leave A Reply

Your email address will not be published.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More