পারস্য উপসাগরে ইরানের বিমান বাহিনীর বিশাল মহড়া শুরু হয়েছে। বিমান বাহিনীর সবগুলো ঘাঁটির বিভিন্ন ইউনিট এতে অংশ নিচ্ছে। মহড়ার মুখপাত্র হোসেন চিতফুরুশান বলেছেন, মহড়ার মূল পর্ব আজ থেকে শুরু হয়েছে, চলবে আগামীকাল পর্যন্ত।
এতে ইরানের ইন্টারসেপ্টার জঙ্গি বিমান, বোমারু বিমান, হেভি ও সেমি-হেভি পরিবহন বিমান, পর্যবেক্ষণ ও টহল বিমান এবং নানা ধরনের ড্রোন অংশ নিচ্ছে। মহড়া চলাকালে বিমান বাহিনীর নতুন কিছু সরঞ্জাম পরীক্ষা করা হবে। এছাড়া আকাশে জ্বালানি গ্রহণ ছাড়াই দূরবর্তী স্থানে অভিযান চালানো এবং আকাশ থেকে আকাশে ও আকাশ থেকে ভূমিতে বোমা ও রকেট নিক্ষেপের মহড়া দেবে ইরানের বিমান বাহিনী।
ইরানি বিমান বাহিনীর ডেপুটি কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আলী রেজা বারখোর এই মহড়া সম্পর্কে বলেছেন, এটি হচ্ছে চলমান বেলায়াত-৪ মহড়ার প্রধান এবং দ্বিতীয় অধ্যায়। তিনি বলেন, এই মহড়া ইরানি বাহিনীর যুদ্ধ-প্রস্তুতি এবং নিজস্ব শক্তি প্রদর্শনের একটা সুযোগ তৈরি করেছে। একইসঙ্গে এই মহড়ার মাধ্যমে ইরান এই অঞ্চলের দেশগুলোর কাছে শান্তি,বন্ধুত্ব ও নিরাপত্তার বার্তাও পৌঁছে দিতে চায়।
সূত্রঃ রেডিও তেহরান