আগামী সপ্তাহে আসছে ৭টি হট স্মার্টফোন

0

বার্সেলোনায় অনুষ্ঠিত হতে চলেছে ‘ওয়ার্ল্ড মোবাইল কংগ্রেস’। এর দিকে তাকিয়ে আছে সবাই। জানা গেছে, সেখানে দেখানো হবে ৭টি স্মার্টফোন। বড় বড় জায়ান্টের এসব ফ্ল্যাগশিপ ফোন নিয়েই সবার আগ্রহ। দেখে নিন সেই ৭টি ফোনের খবর।
১. স্যামসাং গ্যালাক্সি এস৬ : আলোচনার কেন্দ্রে রয়েছে স্যামসাং গ্যালাক্সি এস৬। গুঞ্জন চলছে, এর পর্দা ৫ ইঞ্চি বা ৫.২ ইঞ্চির ২কে সুপার অ্যামোলেড হবে। এর দুই পাশে কার্ভড এজ রাখা হয়েছে। ৬৪-বিট অক্টাকোর এক্সিনস ৭৪২০ চিপসেট রয়েছে। ধারণা করা হচ্ছে মূল ক্যামেরাটি হবে ২০.৭ মেগাপিক্সেলের সনি সেন্সর। সেলফির জন্যে থাকবে ৫ মেগাপিক্সেল ক্যামেরা।

আগামী সপ্তাহে আসছে ৭টি হট স্মার্টফোন

২. এইচটিসি এম৯ : আগের সংস্করণটির বিশাল আপগ্রেড হবে এটি। ৬ ইঞ্চি পর্দায় স্ন্যাপড্রাগন ৮১০ প্রসেসর থাকবে। এতে থাকবে ৩জিবি র‍্যাম। এর ক্যামেরা হবে ২০.৭ মেগাপিক্সেল। আর সামনের ক্যামেরাটি ৪ বা ১৩ মেগাপিক্সেলের হজবে। সামনের স্পিকারে ডলবি অডিও সারাউন্ড প্রযুক্তি ব্যবহার করা হয়েছে।

আগামী সপ্তাহে আসছে ৭টি হট স্মার্টফোন

৩. জিওনি এলিফ এস৭ : চাইনিজ নির্মাতা প্রতিষ্ঠান এবার আনবে আল্ট্রা থিন জিওনি এলিফ এস৭। এটি ৫.৫ মিলিমিটার পাতলা হবে এবং ওজন মাত্র ১২৬.৫ গ্রাম। এতে ৫.২ ইঞ্চি পর্দা থঅকবে। প্রসেসর ১.৭ গিগাহার্জ অক্টা-কোর মিডিয়া টেক। ১৩ মেগাপিক্সেলের ক্যামেরা থাকছে। এতে ২ জিবি র‍্যাম যুক্ত হবে।
৪. মাইক্রোসফট লুমিয়া ৬৪০ : কমদামে লুমিয়ার সর্বসাম্প্রতিক ফোনটিতে থাকছে ৫  ইঞ্চি পর্দা, কোয়াড-কোর স্ন্যাপড্রাগন ৪০০ প্রসেসর, ১ জিবি র‍্যাম এবং ৮.৭ মেগাপিক্সেলের ক্যামেরা।
৫. মাইক্রোসফট লুমিয়া ১৩৩০ : ৫.৭ ইঞ্চির এইচডি পর্দা থাকছে এতে। পেছনে ১৪ মেগাপিক্সেলের পিওর ভিউ ক্যামেরা, সামনে ৫ মেগাপিক্সেল ক্যামেরা, ১.৭ গিগাহার্জ কোয়াড-কোর স্ন্যাপড্রাগন ৪০০ প্রসেসর আর ১ জিবি র‍্যাম থাকবে এতে।

আগামী সপ্তাহে আসছে ৭টি হট স্মার্টফোন

৬. লেনোভো ভাইব ম্যাক্স : এটি ভাইব শট নামেও পরিচিতি পেয়েছে। এতে ৬৪-বিট স্ন্যাপড্রাগন ৬১৫ প্রসেসর থাকছে। রয়েছে ৩ জিবি র‍্যাম। এতে আরো থাকছে ৬ ইঞ্চির কিউএইচডি পর্দা।
৭. লেনোভো ভাইব এক্স৩ : এর ৫.৫ ইঞ্চির ফুল এইচডি পর্দায় রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। থাকছে ২০.৭ মেগাপিক্সেল ক্যামেরা। সূত্র : টাইমস অব ইন্ডিয়া

Leave A Reply

Your email address will not be published.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More