মারকুটে চরিত্রে দারুণ জনপ্রিয় ‘দাবাং খান’। অ্যাকশন ছবিতে আবারো দর্শকের মন মাতাতে উদয় হচ্ছেন সালমান খান। আলী আব্বাসের পরবর্তী ছবি ‘সুলতান’-এ একজন মুষ্টিযোদ্ধার চরিত্রে দেখা যাবে সাল্লুকে।
কিন্তু বক্সারের ভূমিকায় মানিয়ে নিতে হলে ৪৯ বছর বয়সী এই অভিনেতাকে শারীরিকভাবে দারুণ সক্ষমতা অর্জন করতে হবে। প্রথমবারের মতো এমন একটি চরিত্রে দেখা যাবে সালমানকে। তবে এখন ‘প্রেম রতন ধান পায়ো’ এবং ‘বজরঙ্গি ভাইজান’ ছবি নিয়ে ব্যস্ত রয়েছেন তিনি।
‘সুলতান’ শুরুর আগে বেশ প্রস্তুতি নিতে হবে দাবাং তারকাকে। একেবারে পুরোদস্তুর বক্সার বনে যেতে হবে তাকে। এর আগে অনীল কাপুর, মিঠুন চক্রবর্তী, অক্ষয় কুমার এংব সিদ্ধার্ত মালহোত্রাকে মুষ্টিযোদ্ধার চরিত্রে দেখা গিয়েছিল।
এ ছবির ব্যাপারে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। সূত্র : জি নিউজ
কিন্তু বক্সারের ভূমিকায় মানিয়ে নিতে হলে ৪৯ বছর বয়সী এই অভিনেতাকে শারীরিকভাবে দারুণ সক্ষমতা অর্জন করতে হবে। প্রথমবারের মতো এমন একটি চরিত্রে দেখা যাবে সালমানকে। তবে এখন ‘প্রেম রতন ধান পায়ো’ এবং ‘বজরঙ্গি ভাইজান’ ছবি নিয়ে ব্যস্ত রয়েছেন তিনি।
‘সুলতান’ শুরুর আগে বেশ প্রস্তুতি নিতে হবে দাবাং তারকাকে। একেবারে পুরোদস্তুর বক্সার বনে যেতে হবে তাকে। এর আগে অনীল কাপুর, মিঠুন চক্রবর্তী, অক্ষয় কুমার এংব সিদ্ধার্ত মালহোত্রাকে মুষ্টিযোদ্ধার চরিত্রে দেখা গিয়েছিল।
এ ছবির ব্যাপারে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। সূত্র : জি নিউজ