বাংলাদেশ বনাম ইংল্যান্ডের ম্যাচে অসাধারণ সাফল্যে অভিনন্দন জানিয়ে উচ্ছ্বাস প্রকাশ ও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে মনের খোপ প্রকাশ করেছে কন্ঠশিল্পি আসিফ আকবর ।
আফগানিস্তানের সাথে বাংলাদেশ ৫০ ওভারে অল আউট হওয়াতে পাকি ধারা ভাষ্যকার /সাবেক ক্রিকেটার রমিজ রাজা এমন ভাব প্রকাশ করল, মনে হচ্ছিলো ওর জন্ম আফগানিস্তানে। আরেক পাকি ওপেনার নাসির জামশেদ ধৃষ্টতাপূর্ন মন্তব্য করেছে বাংলাদেশ এবং বাংলাদেশ ক্রিকেটারদের বিরুদ্ধে। এই নাসির বি পি এল (বাংলাদেশ প্রিমিয়ার লীগ ) এ ম্যাচ ফিক্সিং এর রূপকার ।
তোদের পাকি বড় ভাইদের ঐতিহ্য তোরাও মেনে চলছিস। ভারতীয় ওপেনার শেবাগ কটুক্তি করাতে বাংলাদেশের ক্রিকেট প্রেমীরা গ্যালারী থেকে সমূচিত জবাব দিয়েছে। নতুন মাল যুক্ত হল ধারাভাষ্যকার আকাশ চোপড়া ও রবীন্দ্র জাদেজা । জাদেজা একটা ভারতীয় জাতীয় বেয়াদব,বাংলাদেশ কে তুচ্ছ তাচ্ছিল্য করে মন্তব্য অব্যাহত রেখেছে ।
ম্যাচ ফিক্সিংয়ের স্বর্গ রাজ্য এখন ভারত, বিশ্বের বিশিষ্ট জুয়ারী এবং ম্যাচ ফিক্সাররা ওখানেই জন্ম গ্রহন করেছে। আরেক বৃটিশ বেনিয়া জিওফ বয়কট , বাংলাদেশের নামেই তার চুলকানি । ইন্ডিয়াতে এখনো পূর্নাঙ্গ সিরিজ খেলতে যেতে পারিনি, পাকিরা তো নিজের মাটিতেই খেলতে পারেনা, ইংল্যান্ড বিশ্বকাপ থেকে বিতাড়িত । তোমাদেরকে পাবোই সমুচিত উত্তর দেয়ার জন্য।
আমার দাদা সাধারন কৃষক ছিলেন। কাঠের খড়ম পড়তেন । তোদের জন্য তোলা রইল উপহার হিসেবে । আর্জেন্টিনা , ব্রাজিল, জার্মানী, ইতালী যখন ফুটবল বিশ্বকাপ খেলে, সারাদেশ ঐসব দেশের পতাকায় ছেয়ে যায়। আমাদের বাংলাদেশ বীরত্বের সাথে বিশ্বকাপ খেলছে, এই উত্তাল মার্চেও জাতীয় পতাকা উড়তে দেখিনা। পাক – ইন্ডি খেলা হলে এই দেশে তাদের পতাকাবাহীর অভাব হয়না। এগুলো দেখছি,দেখেই যাচ্ছি, তবে খুব বেশীদিন দেখতে হবেনা। । সে দিন বেশী দূরে নয়। আমরা এখন টিম বাংলাদেশ।