আমির খানের মেয়ে তাপসী!

0
aamir khan daughter Taposhiএক নয়, দুই নয়, তিন তিনটে মেয়ের খোঁজ চলছে আমির খানের৷ বাস্তব জীবনেও এক কন্যার জনক তিনি৷ তবে এবার ছবির প্রয়োজনে তিন তিনজন মেয়ের বাবা হতে হবে তাঁকে৷ তাই জোরকদমে খোঁজ চলছে আমিরের মেয়েদের৷ আর সে দৌড়ে এগিয়ে তাপসী পন্নু, অক্ষরা হোসেনরা৷
‘দঙ্গল’ ছবিতে এক কুস্তিগিরের ভূমিকায় অভিনয় করছেন তিনি৷ ছবির প্রয়োজনে কিঞ্চিত বয়স্ক লুকে নিজেকে অনেকদিন থেকে তৈরি করেছেন আমির৷ কিন্তু এ ছবিতে তাঁর যে তিন তিনজন মেয়ে থাকার কথা৷ তাঁরা কারা হবেন? পরিচালক নীতিশ তিওয়ারি খুঁজে ফিরেছেন তাঁদের, বলিউডের এই প্রজন্মের অভিনেত্রীদের মধ্যে৷  প্রথমে কথা ছিল কঙ্গনা রানাবত মেয়ে হবেন আমিরের৷ যদিও ‘কুইন’ মেয়ে হতে নারাদ হন৷ ফলে আবার নতুন করে খোঁজ শুরু হয়৷  কেননা কুস্তিগিরের মেয়ে যে হবে তাঁকে চেহারায় ও অ্যাটিটিউডেও সেরকম হতে হবে৷ বলিঅন্দরের খবর, আমিরের মেয়ে হওয়ার দৌড়ে এগিয়ে আছেন তপসি পন্নু৷ ‘বেবি’ ছবিতে তাঁর অভিনয় দেখে মুগ্ধ পরিচালক৷ আমিরের মেয়ে হওয়া তাই পাকা তপসির৷ অন্য দুই মেয়ে চরিত্রের জন্য অক্ষরা হোসেন ও দীক্ষা শেঠের সঙ্গে৷ তবে তাঁরা চরিত্রদুটি পাচ্ছেন কি না তা এখনও নিশ্চিত নয়৷
কুস্তিগির মহাবীর ফোগট ও তাঁর মেয়েদের নিয়ে এ ছবি৷ আর তাই আমিরের পাশাপাশি মেয়েদের চরিত্রকেও সমান গুরুত্ব দিচ্ছেন পরিচালক৷ আমিরকে নিয়ে ছবির শুটিং চলছে জোর কদমে৷
Leave A Reply

Your email address will not be published.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More