মেহেরপুর: পুলিশ বাধায় মেহেরপুরে ২০ দলীয় জোটের বিক্ষোভ মিছিল সংক্ষিপ্ত করা হয়েছে। এর আগে রাতে জেলার বিভিন্ন স্থান থেকে বিএনপির ৭ কর্মী সমর্থকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকাল ৭টার দিকে জেলা শহরের কাথুলী বাসস্ট্যান্ড থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করার সময় সাহাজিপাড়া মোড়ে পৌঁছালে মিছিলটি ফিরিয়ে দেয় পুলিশ।
বিএনপির সাবেক এমপি মাসুদ অরুণের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে উদ্দেশে মিছিলটি এগিয়ে যাচ্ছিল। কিছুদূর যেতেই সদর থানা পুলিশের একটি দল মিছিলে বাধা দেয়। এতে মিছিলটি শুরুর স্থানে ফিরে আসতে বাধ্য হয়।
মেহেরপুর সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবীব জানান, মিছিল কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতির বিঘ্ন ঘটার আশঙ্কায় মিছিল বন্ধ করতে বলা হয়।
এদিকে, জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিএনপির ৭ কর্মী ও সমর্থককে আটক করেছে পুলিশ। এদের মধ্যে গাংনী থানা ৪ জন ও সদর থানা ৩ জনকে আটক করে।
মেহেরপুর অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ জানান, নাশকতার আশঙ্কায় তাদের আটক করা হয়েছে। ১৫১ ধারায় গ্রেপ্তার দেখিয়ে দুপুরের দিকে আদালতে সোপর্দ করা হবে।