ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদার জিয়ার সংবাদ সম্মেলনে যোগ দিতে জুম্মার নামাজের পর থেকেই গুলশান কার্যালয়ের গেটে ভিড় করছেন সংবাদকর্মীরা।
দীর্ঘ ৫২ দিন পর শুক্রবার (১৩ মার্চ) সংবাদ মাধ্যমের সামনে সরাসরি হাজির হচ্ছেন বিএনপি প্রধান। বিকেল ৪টায় এই সংবাদ সম্মেলন শুরু হওয়ার কথা রয়েছে।
লাগাতার অবরোধ কর্মসূচি ও দফায় দফায় হরতালের ফাঁকে খালেদা জিয়ার সংবাদ সম্মেলন নিয়ে জনমনে নানা কৌতূহলের সৃষ্টি হয়েছে।
তবে এখন পর্যন্ত বাহির থেকে দলীয় কোনো নেতাকর্মীদের কার্যালয়ের ভেতরে প্রবেশ করতে দেখা যায়নি। ভেতরে প্রবেশের অনুমতি মেলেনি সাংবাদিকদেরও।