ঢাকাঃ শনিবার সকাল ৬টা থেকে শুরু হয়েছে বিরোধী দলের ডাকা ৮৩ ঘণ্টার সারাদেশে সড়ক, নৌ ও রেলপথ অবরোধ। আগামী মঙ্গলবার বিকাল ৫টা পর্যন্ত অর্থাৎ ৮৩ ঘন্টা বিরতিহীনভাবে এই কর্মসূচি চলবে। দলীয় সূত্রমতে, এ কর্মসূচির সময়সীমা আরো বাড়ানো হবে। ডিসেম্বরের দুই-একদিন থাকতেই অসহযোগের ঘোষণা দিতে পারেন বিরোধী দলীয় নেতা। নাটকীয় কিছু না ঘটলে সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি জাতির উদ্দেশ্যে এ আহ্বান জানাবেন। প্রহসনের নির্বাচন বাতিল ও নির্দলীয় সরকারের দাবিতে পঞ্চম বারের মতো এ অবরোধের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট। বৃহস্পতিবার বিকালে গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন। তিনি জানান, ২৫ ডিসেম্বর খ্রীষ্টান সম্প্রদায়ের বড় ধর্মীয় অনুষ্ঠানের কথা বিবেচনা রেখেই মঙ্গলবার বিকাল ৫টা পর্যন্ত অবরোধ কর্মসূচি চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। শনিবার জাতীয় টিকা দিবস উপলক্ষে জাতিসংঘ ও স্বাস্থ্য বিভাগের যাননবাহন ছাড়াও সংবাদপত্র ও সংবাদপত্রবাহী গাড়ি, লাশবাহী গাড়ি ও অ্যাম্বুলেন্স অবরোধের আওতামুক্ত থাকবে। গত ২৫ নভেম্বর নির্বাচন কমিশন একতরফাভাবে নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে ১৮ দলীয় জোট ওই তফসিল স্থগিত ও নির্দলীয় সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবিতে ২৬ নভেম্বর থেকে চার দফায় এ পর্যন্ত মোট ১৭ দিন সারাদেশে রাজপথ-রেলপথ-নৌপথ অবরোধ কর্মসূচি পালন করে।
এইচ এন