সিরাজগঞ্জে আড়াই হাজার কর্মী-সমর্থক নিয়ে সদর উপজেলার ৯নং কালিয়া হরিপুর ইউপি চেয়ারম্যান বিএনপি নেতা মিজানুর রহমান মিজান আওয়ামীলীগে যোগদান করেছেন।
শনিবার বিকেলে বনবাড়ীস্থ পাইকপাড়া স্কুল মাঠে আনুষ্ঠানিকভাবে জনসভার মাধ্যমে স্থানীয় সংসদ সদস্য ডা. হাবিবে মিল্লাত মুন্নার হাতে কাগজের নৌকা ও ফুলের দিয়ে তিনি আওয়ামীলীগে যোগদান করেন।
ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি গিয়াস উদ্দিনের সভাপতিত্বে জনসভায় বক্তব্য রাখেন, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সেলিনা বেগম স্বপ্না, সদর উপজেলা চেয়ারম্যান রিয়াজ উদ্দিন, ডা. জহুরুল হক রাজা, আওয়ামীলীগ নেতা মোস্তফা কামাল খান প্রমুখ।
প্রসঙ্গত, চেয়ারম্যান মিজান দীর্ঘদিন ধরে বিএনপি রাজনীতির সাথে জড়িত ছিলেন। গত ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপি থেকে সমর্থন না পাওয়ায় তিনি দল থেকে নিজেকে গুটিয়ে ফেলেন। এ অবস্থায় প্রায়চার মাস আগে তিনি অনানুষ্ঠিকভাবে জেলা আওয়ামীলীগ কার্যালয়ে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম ও মুন্নার হাতে ফুল আওয়ামীলীগে যোগ দেন।
ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান মিজান জানান, বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে এবং শেখ হাসিনার উন্নয়নের রাজনীতি ও সংসদ সদস্য ড. হাবিবে মিল্লাত মুন্না স্বচ্ছ ধারার রাজনীতির উপর আস্থা রেখে আওয়ামীলীগ যোগদন করেছি। এ সময় তার সাথে ওয়ার্ড বিএনপি ও ছাত্রদলের প্রায় আড়াই হাজার কর্মী-সমর্থকও আওয়ামীলীগে যোগদান করেছেন বলে তিনি দাবী করেছেন।