বহুত খেলছেন! আমার সাথে খেলবেন না, বুলডোজারের মধ্যে ছেড়ে দিয়ে চলে যাব : আইভিকে সেলিম ওসমান

0

aiviনারায়ণগঞ্জ-৫ (শহর-বন্দর) আসনের প্রয়াত সংসদ সদস্য নাসিম ওসমানের মৃত্যুর দায়-দায়িত্ব সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াত আইভীকেই নিতে হবে বলে জানিয়েছেন তার ছোট ভাই সেলিম ওসমান।শনিবার বিকেলে শহরের চাষাঢ়া শহীদ মিনারে নতুন গ্যাস সংযোগের উদ্বোধন অনুষ্ঠান উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন। নারায়ণগঞ্জ-৫ আসনের বর্তমান সংসদ সদস্য সেলিম ওসমান বলেন, ‘নারায়ণগঞ্জে ত্বকী হত্যাকাণ্ডকে কেন্দ্র করে একের পর এক মিথ্যা অপবাদ সইতে না পেরেই মানসিক যন্ত্রণায় নাসিম ওসমানের মৃত্যু হয়েছে।’তিনি বলেন, ‘জনগণের গোলামি করতে এসেছি। আমার জীবনের সুখ-স্বাচ্ছন্দ্য বিসর্জন দিয়ে আমি নারায়ণগঞ্জের গোলামি করতে এসেছি। কে কী বলল আমার তাতে কিছু আসে-যায় না। এই গোলামি করতে গিয়ে সবচেয়ে প্রথম আমি যেখানে বাধা পেয়েছি… একদিন আসব বুলডোজারের মধ্যে ছেড়ে দিয়ে চলে যাব। আমার সাথে খেলবেন না। এখনো সুযোগ আছে, ছোট বোন আইভী।’আইভীকে উদ্দেশ্য করে এই সংসদ সদস্য বলেন, ‘টাকা জমা করে রেখে দেন; খাইয়া ফালাইয়েন না। পরের মেয়রের মাধ্যমে কাজ করবো। খাইয়া ফালাইলে কিন্তু পেটের থেকে টাকা বাইর কইরা নিয়া আসমু। বহুত খেলছেন!’ তিনি বলেন, ‘মামলা-মোকদ্দমা কী হবে আমি জানি না। কিন্তু এখন থেকে আর খাবেন না; উন্নয়নের কাজ করেন। ইচ্ছা থাকলে আমার সঙ্গে বসেন। ওই টাকা আপনার না। আমার টাকা আলী আহমেদ চুনকা (নারায়ণগঞ্জ পৌরসভার প্রথম নির্বাচিত মেয়র ও সেলিনা হায়াত আইভীর বাবা) সাহেবের না। নারায়ণগঞ্জের মানুষের ট্যাক্সের টাকা।’ সেলিম ওসমান বলেন, ‘যদি জমায়ে রাখেন, রাখেন। আর না হইলে রাস্তায় নামেন, কাজ করেন। কাজ আমি দেখায়ে দেবো। আমার গলাচিপায় রাস্তা নাই। শীতলক্ষ্যায় রাস্তা নাই। পাইকপাড়ায় রাস্তা নাই। ফাইজলামি পাইছেন নাকি। ফাইজলামি পাইছেন?’ নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের মেয়র পদপ্রার্থী বিএনপি নেতা তৈমুর আলম খন্দকার বর্জন করা প্রসঙ্গে তিনি বলেন, ‘আল্লাহ আপনেরে সুযোগ দিছিল, খালেদা জিয়া বেইমানি করছিল। তৈমুর সাহেবকে কোরবানি দিয়ে আপনারে মেয়র বানাইয়া দিছে। তৈমুর সাহেব নিজের জালে তো নিজে পড়ল, আবার বলে বিএনপি করে।’ জাতীয় পার্টির এ সংসদ সদস্য নারায়ণগঞ্জ বিএনপির সভাপতি তৈমুর আলম খন্দকারকে আওয়ামী লীগে যোগ দেয়ার আহ্বান জানিয়ে বলেন, ‘আরে! তৈমুর ভাই আসেন, আসেন। বুড়া হইছেন। আসেন, আমার সঙ্গে রাজনীতি করেন, উন্নয়নের রাজনীতি। আর ওই ভুল পথে চইলেন না, তৈমুর ভাই। আসেন আমরা উন্নয়নে কাজ করি।’ আইভীর প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, ‘চেয়ারে বসে যদি কারো অহংকার হয়, যাকে বলে পিঁপীলিকার পাখা গজে মরিবার তরে। সামনে নির্বাচন। আপনারা মনোনয়ন দেন। আমাকে কাজ করার সুযোগ দেবেন। নারায়ণগঞ্জ ৪-এর একটি অংশ এবং নারায়ণগঞ্জ ৫-এর একটি অংশ এই সিটি করপোরেশনের সঙ্গে জড়িত। আমরা দুটা ভাই কাজ করতে পারছি না।’ সেলিম ওসমান বলেন, ‘উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে চালান উনি। একটা শিশু বাচ্চাকে (তানভীর মুহাম্মদ ত্বকী) হত্যার কারণকে মোড় ঘুরিয়ে নাসিম ওসমানকে হত্যার দায়-দায়িত্ব ওনাকে নিতে হবে।’ নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের সভাপতি এবং বিকেএমইএর প্রতিষ্ঠাতা সভাপতি মঞ্জুরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানের অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান, তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশনের ব্যবস্থাপনা পরিচালক নওশাদ ইসলাম, শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি শুক্কুর মাহমুদ, নারায়ণগঞ্জ শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকন সাহা প্রমুখ।

Leave A Reply

Your email address will not be published.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More