বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক নাছির উদ্দিন আহম্মেদ পিন্টুর দ্বিতীয় নামাজের জানাজা নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সম্পন্ন হয়েছে।সোমবার বেলা পৌনে ১২টার সময় জানাজা সম্পন্ন হয়।দলীয় নেতাকর্মীদের শ্রদ্ধা নিবেদনের পর পিন্টুর লাশ নিয়ে যাওয়া হবে হাজারীবাগের লেদার টেকনোলজি কলেজ মাঠে।ওইখানে বিকেলে তৃতীয় অর্থাৎ শেষ জানাজা শেষে দাফন করা হবে।