সিরাজগঞ্জের তাড়াশের বেলুনে গ্যাস ভরার সিলিন্ডার বিষ্ফোরনে পিতা-পুত্রসহ কমপক্ষে ১০ জন আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার দুপুরে উপজেলার বিনসাড়া গ্রামে বেহুলার মেলাতে।
প্রত্যক্ষদর্শী সূত্র জানাগেছে, ওই মেলায় এক বেলুন বিক্রেতা বেলুনে গ্যাস ভরে বিক্রির সময় হঠাৎ বিকট শব্দে সিলিন্ডারটি বিস্ফোরিত হয়। এতে কাজীপুর গ্রামের আবুল কাশেম (৫৫), ছেলে এনামুল (৯), বিনসাড়া গ্রামের দুলালের ছেলে শুভ (৮), মোশারফের ছেলে শাকিল (১২) সহ কমপক্ষে ১০ জন গুরুত্বর আহত হয়। আহতদের দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্রেক্সে ভর্তি করা হয়। জরুরী বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডাঃ সজিব জনান, এ পর্যন্ত ৬ জন আমাদের হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে শুভ ও শাকিলের অবস্থার অবনতি হলে তাদেরকে বগুড়া শজিমেক হাসপাতলে স্থানান্তর করা হয়েছে।