কাওছার জাহানের পক্ষে কাজ করা তার শিক্ষার্থী সুধী ও তার কর্মীরা আজ সকালে তাকে শীল পাটা আকৃতির কেক নিয়ে বরন করে নেয়। এ সময় ২৯ নং এলাকা সহ মহাম্মদপুরের বিভিন্ন পর্যায়ের সমাজ সেবী, শিক্ষক, ছাত্র নেতারা উপস্থিত ছিলেন। কাওছার জাহান তার শিক্ষকতার জিবনে সাধারণ ভাবে কাটিয়েছেন স্বামী সংসার ও সন্তানদের নিয়ে। বর্তমানে তার কাছে নতুন দায়িত্বতে তার কর্মীরা সহ এলাকার সকলে সফলতার আশাবাদী।